সময়ে অসময়ে,
জায়গায় অজায়গায়,
ঠক্ ঠক্ ঠক্!
ওরা কাঠঠোকরা।
কোথা থেকে উড়ে আসে মাঝে মাঝে।
বোধহয় ঠোঁট চুলকায় তাই,
ঠোক্কর!


ভয় পায় না টেবিলে হাতুড়ি ঠোকা।
নিত্য নতুন আর্জি ওদের, নরম গাছে!
ওরা সংখ্যায় কম।
তবু কালো উর্দি বহাল আছে,
পক্ষে এবং বিপক্ষে!


সব গাছেই তো হয় না গর্ত।
উড়ে যায়, তীক্ষ্ণ স্বরে জানান দিয়ে,
শক্ত কাঠে ব্যর্থ হলে!


সাপ এসে ফাঁকা গর্তে ওঁৎ পাতে...