খুরপির ক্ষতে বিদ্ধ মাটির অন্তর,
সে যাতনা অতিক্রমী এগোতেই হয়,
বুকভরা আশা নিয়ে চারাগাছ পোঁতা,
একদিন মহীরুহে মিলবে সন্ধান
নিয়মমাফিক বাঁচা, ছায়ার আশ্রয়ে;
স্বার্থপরের মতোই বিনিময় চাই...
অনর্গল খননান্তে মৃত্তিকা পাষাণ
শ্বেতদলপুষ্প অন্তিমে মাটিতে।


মিথ্যে আবেগের বশে  সারে না ক্যান্সার ;
শল্যবিদের নিড়ানি, চাই ঠিকঠাক।
বুকে খিদে নিয়ে ওড়ে শান্তির বলাকা,
চারিদিকের কুয়াশা ফিকে হয় ক্রমে...
দিশেহারা মনুষ্যত্ব ফিরবে আবার (!)
সুপ্ত আকাঙ্ক্ষার জয়, আসন্ন বোধনে!