তুমি তো, সেই তোমার মত।
আমিও অনেকটা আমারই মত।
তবু কেন যে খুঁজে বেড়াই মিল!
থাকতে চাই না, যে যার মত!


তোমার মুখের কথা সাজিয়ে
বলি, 'এটাই তো বলতে চাও?'
তুমি হয়ত বিরোধ চাও না __
শশব্যস্ত হয়ে বল, 'হ্যাঁ সেটাই'।


এভাবেই কি আমরা আমাদের
ফাঁক বোজাবার চেষ্টা করি!!!
এটাই কি অ্যাডজাস্টমেন্ট??
বদলে যাই একে অপরের মত!


ভুলেই যাই প্রতিবাদ করতে !
প্রতিরোধ তৈরী হয় অজান্তে।
নকল মানুষ হয়ে উঠতেই হয়,
শুধুই অর্থহীন সুখের জন্য!!!