নাকী সুরে গাইলো গান
শ্যাওড়াতলার শাঁকচুন্নি!
ভুতের পাড়ার জলসায়
করল সবাই ধন্যি ধন্যি।


শাঁকচুন্নির হবু শাশুড়ি
গর্বে এলো বুক ফুলিয়ে।
শাঁকচুন্নির থুতনি নেড়ে
পদ্য বলল গড়গড়িয়ে ॥


কে কাকে টেক্কা দিলো,
তাই নিয়ে চলল বাজি!
মামদো বলল বেশ তো,
হবে বিয়ে, আন্ 'কাজি'!