আজ অস্থির অনুভবে
কোথায় যেন একটা ফাঁক...
পুরোনো নকশি কাঁথার
কোথাও কোথাও
সুতো ছিঁড়ে গেছে আনমনে!
বড্ড বেমানান আজ,
ভরাট জমজমাট চিত্রকর্ম!


খাপছাড়া হতে হতে
হারিয়ে যায় পুরোনো ছবি!
স্মৃতিও বুঝি দুর্বল হলো।
এখন শুধু হাতড়ে বেড়ানো।
তোরঙ্গ খুললেই
পুরোনো গন্ধের আবেশ!
নকশি কাঁথার ভাঁজে
নাড়া দেয় লালিত শৈশব!
এক নাড়ির টান!


শৈশব ছাড়িয়ে কখন যেন
নিজের মতো করে
বেড়ে উঠেছে সেই কুঁড়ি,
পুরোনো নকশি কাঁথায়।
আমিই শুধু খুঁজে বেড়াই
ভরাট চিত্র!