নীল পাখি, কেন তুই
গায়ে মেখে বেদনা,
ছুঁয়ে যাস  আমায়, অবান্তর!
স্বপ্নে, কি কথা বলে
নীল কষ্ট কেন দিস?
ভুলতে চাই যে কথা বারবার!


আকাশের রঙ এনে,
সাগরের বুক চিরে
ঘন নীল এঁকেছি গায়ে তোর!
আনমনে বসে থাকি
বন্ধ মনে ছবি আঁকি
কখন তুই আনবি এক ভোর!


বেদনা ভুলে গিয়ে
চাই তোর ডানাতে
নীল রঙে বাঁধতে সুখ-ডোর!
তুই আমি এক সুরে
গাইবো সে প্রেম-গান
নীলে নীলে মেশাবো অম্বর!!