অস্ত রবি নীলাচলে
সন্ধ্যা বেঁধে দিলে,
মন  পাখি ডানা মেলে
আকাশের নীলে।


মুক্তোর ঝিনুক খোলে
অশ্রু জমা হোলে,
বেদনা কী বাসা বাঁধে
কানু - প্রেম ছলে!


আকাশের যত শূন্য
কেন ছায় নীলে?
সাগরের নীলও সাদা
হাতে জল নিলে।


নীল পাখি, নীল ফুল
যদি প্রিয় হ'লে,
নীল ব্যথা সুখ  হয়ে
কেন যে কাঁদালে!