গল্পরা সবসময়এই রকমই__
শেষ দেখার জন্যই নাকি
শুরু হয় 'শুরুটা '!
তারপরও ___
থেকে যায় প্রশ্ন, "তারপর"?


উপন্যাস দীর্ঘ আর ক্লান্ত!
মাঝে মাঝে থমকে থাকে...
অধৈর্য জীবন প্রশ্ন করে ___
"তারপর?"
অদম্য আগ্রহ শেষ দেখার!!
তাই গন্তব্যের দিকে দৌড়...


জন্মের পর থেকেই শুরু
"তারপর?" এর যন্ত্রণা __
আমৃত্যু ছুট ছুট...
গন্তব্যেও কি শেষ???
প্রশ্ন একটা থেকেই যাবে __
অর্থাৎ?


"গন্তব্য" শব্দটা গোলমেলে!
ছোট গল্পের মতো ___
"শেষ হইয়াও হইলো না শেষ"।
জীবনভর স্বপ্ন তাই
ডেসটিনি দেখার জন্যই !!!