কবিতা বাসরে সেদিন
কত না ফুলের মেলা,
দলে দলে যোগ দেওয়া
কত রঙ রূপের খেলা!
মন ভরানোর
যথেষ্ট আয়োজন।
নাম না জানা ফুলও
ছিল তো অনেক!
চেনা জানার আগ্রহের  
ছিল না কোনো প্রয়োজন।
তবু অজানারাই
চোখে পড়েছিল বেশি!


যেন ওদের আহ্লাদে ওরা
বেশ খুশি!
একে একে
কবিতা পাঠ শুরু হতেই
পেলাম অন্য সুবাস।
বুনো গন্ধ ছড়িয়ে পড়ল
সভাঘরে।
কবিতার অচেনা
পাগল করা বুনো গন্ধে
মাতাল হলাম আমি।
বিশেষ একটি বুনো কবিতা
চিহ্নিত হ'ল আমার হৃদয়ে।


বিচারকের আসনে বসে
কোনো ভুল নির্বাচন
করলাম কী!
ধিক্কার দেবে না তো কেউ!
তা কেন?
আফ্রিকার কোনো
কৃষ্ণাঙ্গীও কখনো কখনো
ছিনিয়ে নিয়ে যায়
বিশ্বসুন্দরীর খেতাব।