আমার ভাঙা ঘরের
আনাচে কানাচে
আজ ঊর্ননাভের ব্যস্ততা!
ঘন জালে জীবন ধরার ফিকির!
আর চৌকাঠে আমার বার্ধক্য!


শূন্য হাতিশাল শূন্য ঘোড়াশাল
ঢাল তরবারি আর ধূলো মলিন
শিরস্ত্রাণ লুটিয়ে...
ছুঁয়ে থাকে আমার বার্ধক্য!


ক্ষয়ে যাওয়া ইঁটের
অর্ধচন্দ্রাকৃতি খিলান...
ভাঙা ঝাড়বাতি আর
জলসাঘরের গুমোট ধূলো গন্ধে
চৌকাঠে পড়ে আমার বার্ধক্য!


মেহগিনি কাঠের পালঙ্কে
মায়াবী আলো স্বপ্ন আর
অনুভবে আতর গন্ধে চৌকাঠে
মুখ থুবড়ে আমার বার্ধক্য!


ভাঙাচোরা সিংহদূয়ার আর
খিড়কির এই পৃথিবী..
সাদা লক্কা পায়রা হারিয়ে
ঘুলঘুলিত গোলা পায়রা...
আর চৌকাঠে আমার বার্ধক্য!