জগতের আনন্দযজ্ঞে
গ্রহ-নক্ষত্র চন্দ্র-সূর্য,
কর্ম করে চলে অবিরত।
মুক্তি-উল্লাসে চলমান ওরা,
ছায়াপথের গণ্ডিতে।
শুধু পাশে পড়ে থাকে একা,
নির্বিকার __
মহাশূন্যের হাহাকার!