জানলা দিয়ে টুকরো রোদ,
সকালবেলা আমায় ছুঁলো।
বললে, কী গো চিনতে পারো?
আমি নতুন দিনের আলো!


আকাশ যেন বলল হেসে,
আমি নতুন, তোমার জন্য!
ডাকলো পাখি নতুন সুরে,
সকাল বুঝি আজ অনন্য!


ফুলের হাসি, দোলায় মন,
ভরিয়ে দেয় মিষ্টি সুবাস।
কোথায় যেন হারিয়ে গেলাম,
বুকটা ভরে নতুন শ্বাস!


নতুন খুশি ছড়িয়ে মনে,
পথে এসেই দেখি - ধূলায় !
কাঁদছে খিদেয় পথ শিশু,
জলের ফোঁটা শূন্য থালায় ।


জানেই না সে, নববর্ষের
শুভেচ্ছার কী যে হয় মানে!
খিদের জ্বালায়, থালা ভরা
আনন্দ, রাখবে কোনখানে!