মনের কথা শুনবে বলে,
নদীর কাছে নিত্য তুমি আসো।
আমার কানে, মধুর গানে,
শোনাও জলের সুর!
জলকে ছুঁয়ে এক হয়ে যায়,
স্বর্গ মর্ত্য পাতাল...
ছলাৎ ছলাৎ আমার অনুভবে!


মৃদুল হাওয়ায়, নদীর বাসে
কলম যখন চলে...
সঙ্গী আমি মনের আবডালে!
আমার কাছে অনেক রঙ আজও,
তবু আঁকতে পারি না যে!
কখন যেন নদীর বুকে রঙ ছড়িয়ে,
এঁকে দিলে সূর্য ডোবার ছবি!


নদী তোমার ঘর,
তাই আমারও নয় পর!
তোমার আঁকা ছবি, আমার
চোখের আলোয়, গাছটি বুকে ধরে,
একলা বয়ে চলে!


কোন সে আশায় দুই পাড়েতে,
তুমি আর আমি!
মাঝখানে এক নদী...