উত্তুরে হাওয়ায় আজ শনশন শব্দ,
কী কথা যেন বলে যায় কানে কানে!
গাছের পাতারা ঝরে যাচ্ছে ইচ্ছেমত!
খয়েরি ডানা মেলে উড়ছে কেউ কেউ।
শেষ বিদায়ের আগে ধূলো মাটিতে
গড়িয়ে নিচ্ছে শাল জড়ানোর সুখে!
পুরোনো বছর ঘুমিয়ে পড়েছে আজ!


সূর্যের ছটা লাগা নীল আকাশটাও
আজ যেন সেই একই রকম সাবেকি!
উত্তুরে হাওয়া উড়িয়ে নিয়ে গেছে যে
আকাশ বিলাসী ছিটেফোঁটা মেঘকে।
নারকোল গাছের পাতার কাঁপুনিতেও
ঝিরঝিরে রোদে এক জলতরঙ্গ-সুর।
শীতল হাওয়ায় ভাসে নববর্ষের বার্তা।


রোগগ্রস্ত বছরের আতঙ্ক মুঝে যাক্।
মুক্তি আনন্দে ভরে উঠুক শুভ নববর্ষ!