ওদের হাতে সপ্ত অশ্বের রশি।
ওদের বুকেই
অশ্ব-ক্ষমতার তেজ!
ওরাই যখন নব যুগের দিশা!
ওরাই কর্ণধার!
ওদের চালে খেলবে দিবানিশি!


তবু লক ডাউনে __
ওদের হাত পা বাঁধা আজ...
শিক্ষানীতির ধরাশায়ী সাজ!
করোনা তেজে শিক্ষাও
ঘরে বন্দী!
স্কুল নেই, কলেজ নেই...
অনলাইনেই এগিয়ে যাবার
ফন্দি!


শৈশবটা থেকেও যেন নেই!
নেট দুনিয়ায় ধরছে ওরা খেই!


আজ __
মোবাইল এ হাজার তথ্য,
হাজার গেম!
মোবাইলে খেলার মাঠও দীপ্ত!
অনলাইনে স্কুল কলেজ ধন্য।
পুরোনো দিন চায় না ওরা।
অকারণ মন কেন হবে "বন্য"!!


নেট দুনিয়ায় __
থাকবে ওরা তেজী...
বন্ধ ঘরের বন্দী, ওরাই পথিকৃৎ!
হাতে কলমের শিক্ষা বাদে
হয়তো ওরা আনবে নব যুগ!
জগত জুড়ে হবেই ওদের জিৎ!