*** আন্তর্জাতিক কবিতা দিবসে আমার ছোট্ট প্রয়াস


নতুন সুরে জাগো
.....................


আজকাল তোমাকে ঠিক চিনতে পারি না।
তোমার আলিঙ্গনে বারুদের গন্ধ পাই...
তোমার চোখে দেখি নিপীড়িতের ভয়...
তোমার ঠোঁটে আর গোলাপ ফোটে না...
তোমার বুকে শুনি মানবতার আর্তনাদ...


অথচ.....
যেদিন তুমি আমায় জাগিয়েছিলে,
আমার হাতে কলম তুলে দিয়ে
সাজাতে বলেছিলে...
সেদিন__
সেদিন সুখ দেখেছিলাম তোমার চোখে।
কত ঝর্ণা আছড়ে পড়ল...
কত নদী বয়ে চলল...
সূর্যোদয়ের ছবি আঁকতে আঁকতে
তুমি আমায় গান শুনিয়েছিলে,
প্রভাত পাখির গান...
কুঁড়ি-কথা ফুটেছিল সেদিন!


আর আজ???
শুনতে পাচ্ছি, তোমার গুমরে ওঠা অভিমান।
প্রতিবাদী হয়ে উঠুক তোমার কাব্যিকতা।
আগুন হয়ে জ্বলে ওঠো কলমে কলমে...


প্রতিটি মানব হৃদয়ে জেগে ওঠো, ছায়াসঙ্গী হয়ে।
ফিরে এসো মানবতার হাত ধরে।
তুমি শুধু আমার নও, তুমি যে
বিশ্বপ্রেমিক।
তুমি যে কলমের অহঙ্কার!