ট্রেনে বাসে রাজপথে দেখি সারাক্ষণ,
ওরা এসে গায়ে পড়ে, নগরী প্রেক্ষন।  
ভারী হাতে তালি বাজে, নারীর সজ্জায়।
না নারী, নয় পুরুষ, একটি মজ্জায়।  
কখনো বা সত্যি সাজে, কিম্বা সত্যি ঢেকে,
কর্কশ গলার স্বরে, হাত পেতে থাকে।
বাঁধাধরা নিয়মে চালায় বিবরণ,  
বিরাম চিহ্ন কি চায়, নির্মম মনন?


ঠিকানা জোগাড় করে, প্রসূতির ঘরে,
বিশাল অর্থ চাহিদা জর্জরিত করে।
গৃহীর মাথায় হাত, ঘৃণাতে খেদায়।
ওদের জীবিকা এটা, তাই নিরুপায়।
পরিবারে  অবাঞ্ছিত, ওদের জীবন।
বাধ্য হয়ে ঘর ছাড়ে, পায়না সুজন!