একটা জীবনের অন্তরে
অজস্র জীবনের জটাজাল!
অধ্যায় থেকে অধ্যায়ে
চলাচল অথবা পলায়ন!
তবু ছুটে চলা
এ প্রান্ত থেকে ওপ্রান্ত...
নিজেকে জানো, কে আমি?
আপ্ত বাক্য
বিশ্বাত্মাকে জানো!!
এখানেই মিলবে সর্বজন!
পাবে সর্বাত্মাকে।
মানব জমিন আবাদ করি...
ফসল ঘরে তুলে রাখি...
এক একটি অধ্যায়ের ঘরে!
জানি না কোথায় আমি
কোথায় অবস্থান!
বুঝতে পারি __
এ তো পলায়ন নয়,
উত্তীর্ণ মাত্র!