সম্পর্কের দরজায় দরজায় ফিরি।
সব দরজা বন্ধ নয়!
কোথাও কোথাও ফাঁক...
চেনা আর বোঝায় মস্ত ফারাক!
ব্যক্তি আর সত্তায় যেমন।
জটিল দৃষ্টির
ধিকধিক আগুন জ্বলতে থাকে।
দিশার নাগাল পাই কই?
লেলিহান শিখা হয়ে ওঠে না তো!
সম্পর্ককে চেনা অচেনায়...
মুক্ত বাতাস খোঁজে দরজার ফাঁকি।
সেই ফাঁকে
ঘুরে ফিরে নিজেকেই দেখতে আসা!