এক বেণী দোলানো নাগীন
নির্বিষ নজরে যখন
সরলতার  আশ্বাস নিয়ে
পাশে বসে থাকে...
চিনবে তাকে যোগেন্দ্রের
সাধ্য কোথায়?


ছোবলে ছোবলে
পার্কের নির্জন বেঞ্চটায়
রুদ্ধ দুটি নয়নের দৃ‌ষ্টিতে
পলক স্তব্ধ মৌন সন্ধ্যায়
শ্মশানের শান্তি নিয়ে
স্বর্গ রচনা হয়!


ফোঁস থাকে না
থাকে না রুদ্ররূপ তবুও ...
নীলকণ্ঠ নীলাম্বরী তাম্বুলে
আকণ্ঠ নীল বিষ পানে
অশান্ত সবুজও নির্জীব
একসময়।