ওদের কথা
.............


গরীব তো! তাই মন ছিল না,
আজও আছে কিনা জানা নেই!
ভোজসভাতে বাদশাহী খানা,
হাড় হা-ভাতের খানা নেই!!


মিছিলে, সভাতে ওদের জন্য
ঝুড়ি ঝুড়ি দান এক কথায়!
প্রতিবাদী মুঠো খুঁজলে অন্ন
পিষে মরে, ওরা পথে লোটায়।


ফুটপাথে গায়ে জোছনা মেখে
কবিতা লিখতে মানাটা কই?
'গরীব', কেন যে গরীবই থাকে,
সে কথা কারোরই জানা নেই।।