কালের নিয়মে
চাঁদ চলে যাচ্ছে ধীরে ধীরে
অনেক দূরে __
আমাদের ছেড়ে!
লাখ লাখ বছর পরে
সে চলে যাবে
পৃথিবীর ধরা ছোঁয়ার বাইরে।


ধীর পায়ে এগিয়ে
পৃথিবীর মায়া কাটাবে সে
অন্য কোনো
জল জ্যান্ত গ্রহের আকর্ষণে।
সেখানে কী পাবে সে!
কে জানে!
মানুষের প্রেম ভালবাসা
হারাবে সে একসময়।


ও চাঁদ __
তোমায় নিয়ে
কেউ কি তখন লিখবে
কবিতা কিংবা গান?
পৃথিবীর আকাশ
ভুগবে জ্যোৎস্না হীনতায়।
অনেক দূরে
গ্রহ তারার ভীড়ে
খুঁজতে হবে তোমায়।
আমাদের
ভালবাসা হারাবে তুমি।
পারবে তো সুখে থাকতে
অন্য কোথাও!!


**একটি বাস্তব তথ্য অবলম্বনে লেখা।
চাঁদ প্রতি বছর আট ইঞ্চি করে সরে যাচ্ছে।