এখনো বসন্ত আসেনি __
তবে বসন্ত-দূতকে প্রায়ই দেখি
ঐ আমগাছে!
ওখানেই ওদের বাস যে।
সখা সখী মিলে___
ওরা তিনজন।


শীত এখনও জড়িয়ে আছে।
বিকেল যখন যাই যাই
ও এলো সেদিন,
আমি যখন জানলায় ___
টকটকে লাল চোখে তাকালো।
ও কি কিছু বলতে চায়?


হঠাৎই ডেকে উঠলো, 'কুহু'!
অবশ হয়ে গেল মন!
কী যেন হারিয়ে গেছে...
একদিন এই ডাকেই তো...
বসন্ত এসছিল খুব কাছাকাছি!
প্রেম এসেছিল গোপনে!


উতলা হলো যেন আজ মন!
বসন্ত আসবে ___
ফুটবে শিমুল পলাশ কৃষ্ণচূড়া।
বইবে দখিনা বাতাস __
কোয়েলিয়া ডাকে  
বসন্ত প্রেম ফিরবে আবার!