আজ...
থেমে গেছে যত কোলাহল,
ধ্বংস চিহ্ন বিছিয়ে
ইতস্ততঃ।
তবুও তৃতীয়ায় চাঁদ,
নীরবে আকাশে...
নরম তাপ ঢেলে দিল,
নির্দ্বিধায়!
প্রলেপ প্রলয়ের!
এই তৃতীয়ায়, পরশুরামও
এসেছিল ধরায়...
মহাভারত রচনা শুরুর
দিন মনে রেখে
ধ্বংসের সূচনায়
এসেছিল কাল...
কালবৈশাখী!