এসেছিল সে,
তৃতীয়ার চাঁদ সাক্ষী রেখে,
নদীজলের প্রতিচ্ছবি
গেঁথে মনের মণিকোঠায়!
কি এক বেড়াজালে আবদ্ধ ছবি,
আজও অক্ষয়!
যোজন দূরত্বেও ছুঁয়ে ছিল,
তৃতীয়ার কোমল চন্দ্রমা।
বলেছিল,___
'আমি আছি, যেমন ছিলাম'।