যে নদী ছুটে চলে
তোমার ডাকে সাড়া না দিয়ে।
তুমি কী করবে না সিনান
তার শীতল জলে!


যে ফুল শুধুই ফোটে __
কোনো কথা না বলে তোমায়,
তুমি কী ছোঁবে না তাকে!
নেবে না সুবাস তার!


ঝর্ণা যখন ঝরে
ক্লান্তিহীন জলের ধারায়...
তুমি কী উচ্ছল হবে না দেখে!
গাইবে না সুখে গান!


যখন কুসুম আলো
ছড়িয়ে দেবে প্রথম দিবাকর ;
তুমি কী জড়াবে না তাপ
আদরে ভালবেসে!


কেন এমন হবে??
কেন দিতে হবে তোমায় দাম!
তুমিও পৃথিবীর একজন!
প্রকৃতি তোমার বান্ধব!