স্বপ্নে যেদিন কাঁদলে তুমি,
আমার বুকে মুখ লুকিয়ে,
নীরবে...
তোমার কান্না মিশে গেল,
আমার অব্যক্ত যন্ত্রণায়।
অনেক না-বলা কথা যেন
বলা হয়ে গেল তখনই!
অনেক ব্যথা, অনেক সুখ
ভাগ হয়ে গেল,
তোমাতে আমাতে অলক্ষ্যে!


জানি, কোনো দিনও সে সব কথা
আলো পাবে না।
পবিত্র নদীর মতো জীবন বয়ে যাবে,
আবর্জনাকে শুদ্ধ করে ...
কেউ হিসেব রাখবে না বহতার!


শুধু থাকবে পরম প্রাপ্তি,
এক অপার্থিব সুখ...