পাহাড়ের দেয়ালে
তোমার মৌনতার গাম্ভীর্য !
কী কঠিন, কী শীতল!
তোমার মুখে কী একটুও
প্রশান্তির স্মিত হাসি !!
কী নিষ্ঠুর সেই আবেদন।


আমি ভেঙে চুরমার হই
ঐ বলিষ্ঠ স্তব্ধতায়!
স্রষ্টা হতে পারিনি কখনো
তবু কেন যেন খুঁজে পাই
এক কঠিন ভাস্কর্যের
মধুময় অন্তর্লীন সৌন্দর্য!!