সুন্দরতম আলোক হ'তে
একদিন এসেছিলে
হাতছানিতে সাড়া দেবে বলে।
আজ শুধু নিশ্চুপ গোঙানী
স্তব্ধ ব্যর্থতায় মেশাতে চাও!
স্নিগ্ধতা মুছে গিয়ে আজ
তুমি বিক্ষুব্ধ, প্রতিবাদী ...
প্রেম হারিয়ে
শুধু শোষণের কথা বলতে চাও!


তোমার ঠোঁটে
গোলাপ ফোটে না কেন আর?
তোমার আলিঙ্গনে বারুদের গন্ধ!
তোমার চোখে নিপীড়িতের ভয়!
তোমার বুকে যে শুনতে পাই
মানবতার আর্তি...


তোমার সাবলীল গতি যেন
খুঁজে পাই না।
আঁধির আঁধারে কী ধাঁধালো আজ,
হিসেবের গড়মিল!
আমার কল্পনার কলমে তুমি যে
এখন অন্য!!
তবু ভালবাসি তোমায়...
যে রূপেই তুমি ধরা দাও না কেন
তুমি যে আজও অনন্য!!