বহু দূর হ'তে ক্ষীণ সুর
   নরম মাটিতে পা ফেলার শব্দে
হেঁটে যায়
    হৃৎপিণ্ডটার কাছ ঘেঁষে।
বুকের মধ্যে প্রতিধ্বনিত হয়
রিন রিন শব্দ।
    উচ্ছাস না যন্ত্রণা?
    আবেগ না কল্পনা!
ডুবে যাই যেন গভীর নীলিমায়।
     সমুদ্র কি অতল?
     ডুবুরি জানে।
আমার ললাট লিখনে
ইরেজার ঘষি।
     মোছে না কিছুতেই।
পেন্সিলের শক্ত গাঢ় দাগ।
মেনে নিই রিন রিন শব্দটাকে,
     বাঁশির সুরের সাথে।