দেখা হয়েছিল এক পলাশ ঝরা পথে!
তোমার হাতে ছিল রঙ
আর আমার হাতে ছিল তুলি কলম।
কথা ছিল হাঁটবো সে পথে জীবনভর!
আমার আঁকা ছবি
তুমি ভরিয়ে দিয়েছিলে রঙে রঙে ।
সেদিন আমার চুলের বাদামী ঝর্ণায়
তুমি করেছিলে সিনান!
অহঙ্কারী কৃষ্ণ কালো যমুনার জলে
ভরেছিলাম প্রেমের গাগরী!
কৃষ্ণচূড়ার আবির-লাল আবেগী রঙ
ছুঁয়েছিল আমার কপোল!
আমি দেখেছিলাম __
তোমার দুনয়নে এক কৃষ্ণস্বরূপ দ্যুতি!
আমাদের আঁকা ছবি
বুকে বয়ে চলেছি পলাশ রাঙা পথে ॥