ছিলাম অন্তঃপুরে,
চুপটি করে, নিস্তব্ধ অন্ধকারে।
দুয়ারে এসে দাঁড়ালে তুমি
ভালবাসা।
পাগল ভালবাসা!
দু হাত বাড়িয়ে বল্লে, 'আয়'।
আমি বল্লাম,
পাথর সরাবো, সাধ্য কোথায়?
আগুন মনে ঝাঁপ দিয়ে মন
ভরো শূন্য বাহুডোর।
রাত জাগা পাখি
হাহাকারে ডেকে যায়। বলে,
চুরি হয়ে গেছে তোর সব।