হঠাৎ যদি তুমি চলে আসো আবার __
আমার যাত্রা পথে পথ আগলে দাঁড়াও!!
শুভ যাত্রা কী থামানো যায়?
কী জানি তোমার ফিরে আসাটাই হয়ত শুভ!


যখন হিম ঝড়ের মুখোমুখি হয়েছিলাম...
জানো কী সেসব কথা!
তুমি কী সেই ঝড়!
ঝড় রাস্তা বোঝে না। ঢুকে পড়ে
পাহাড়ের খানাখন্দে __
কী তীব্রতায় দিশেহারা তখন!
হিমশলাকা বিঁধছিল চোখে।
হয়তো তুমিই সেই হিম শলাকা!
বন্ধ করতে চাই চোখ। পারি না।
ভয় করে যদি পথ হারাই!
এক পাশে পাহাড়ের দেয়াল।
অন্য পাশে গভীর খাদ...
পড়লে মৃত্যু নিশ্চিত...
আমি জানি তুমি নিশ্চয়ই খাদ নও।
পাহাড়ের গা ঘেঁষে ঘেঁষে তোমায় খুঁজি।
তুমি মৃত্যু নও। হতে পারো না।
পৌঁছে যাই ভুজবাসায়।
ওখানে ভূর্জ গাছের বাকল খসে পড়ে।
শনশন হাওয়ায় নড়াচড়া করে ভূর্জ পত্র
--খসখস...
তুমি কী দাঁড়িয়ে ওখানে?
বুঝতে পারি না।
তখন শুধু লক্ষ্য
পবিত্র গঙ্গার তিরতিরে উৎস।
হাঁটছি আর হাঁটছি...কত দূর!
সূর্যের আলো
নানা রঙের গ্লেসিয়ারে ঠিকরে পড়ে।
চোখ ধাঁধায়...
আবার কী অন্ধ হয়ে যাবো?
যেমন হয়েছিলাম সেই দিন!
যেদিন এসে দাঁড়িয়েছিলে মুখোমুখি।
ক্ষণকাল...
কী তীব্র সেই তেজ!!


তুমি কী আবার এসেছো ফিরে!
হাত ধরে বলবে এখুনি __
"এসো, চলো... পৌঁছে যাই
উৎসমুখে..."