চাঁদকে দেখে
বলল লোকে
খুঁজতে "এ রাত কী বাত্"!


হিসেব মতো
আজকে হতো
কোজাগরী পূর্ণিমার রাত!


জোছনা বিহ্বল
চাঁদও বহাল...
লক্ষ্মীপ্যাঁচাও এলো সাথ!


বাধ সাধলো,
পুজো পিছলো
এই মাসটা যে "মল" মাস!


পূর্ণিমার আলো
মরমে মরলো...
জুটলে করোনা ভাইরাস!


পাড়া জুড়োলো
মন যে হারালো...
লক্ষ্মীর ঝাঁপিতেও সন্ত্রাস!