দেখি প্রকৃতির গতি, শব্দহীন ;
রেলগাড়ির জানলার অস্বচ্ছ কাঁচে...
সূর্য ওঠা ভোর, দীর্ঘ ছায়া আঁকে তরু সারির!
হয়তো নাম আছে, হয়তো নাম নেই, ওদের __
সবই অজানা আমার কাছে,
দূরত্বের অনুভবে।


টিয়ার ঝাঁক সূর্যের কাছাকাছি,
কলরবে উষ্ণতা মাখে।
হেমন্তের শিশির ভেজা কাটা ধানে
প্রাতরাশ খোঁজে শালিক চড়াই।


আগাছার ফুল হাসে নবারুন আলোয় __
পবিত্র প্রলেপে!


অস্বস্তির নিশি গেছে পার...
এখন শুধুই প্রস্তুতি গন্তব্যের!
গতি তবু থেকে যাবে সাথে কিছুকাল ;
স্মৃতি সুখ আবার ফেরার!