কোপাই এর জলে ফেলে এলে অতীত।
একতারা প্রতিধ্বনি তোলে খোয়াইয়ে!
খুলে দাও আজ বন্ধ মনের আগল।
অসমাপ্ত কবিতায় লাগুক বাতাস!


পলাশ মালায় আজ সাজে বাউল বৌ।
কোথায় হারিয়ে যায় বাউন্ডুলে মন।
প্রেমের আগুনে জ্বলে উদাসী বাউল!
সময় এসেছে বুঝি সব হারাবার!


কেন বেঁধে রাখো ডিঙি হৃদয়ের কূলে!
তোলো পাল, উজান ঠেলে যাও দিশায়!
সোনাঝুরির ছায়ায় খোঁজো বাসর।
আবেগে পূর্ণ হোক অসমাপ্ত কবিতা!


ফাগুনের রঙ লাগে নদীটির জলে।
বসন্তের সুরে জাগে কবিতার বুক!