অসমাপ্ত স্বপ্ন
....................
তুমি চলে গেলে...
রেখে গেলে অনেক অসমাপ্ত সম্ভাবনা...
বিজ্ঞানের অনেক দুর্বোধ্য তত্ত্ব,
প্রাঞ্জল করে গেছো,
সাধারণের মস্তিষ্কে!
মহাবিশ্বে অবাধ বিচরণ ছিল তোমার।


অনেক সন্ধানের মধ্যে অন্যতম,
নতুন পৃথিবীর সন্ধান!
যা কি না বাসযোগ্য আগামীর !!!


স্বপ্ন দেখিয়েছিলে তুমি...
স্বপ্ন দেখেছিলাম আমি...
যা পাইনি এই পৃথিবীতে,
তা রচনা করব আগামীতে!
সাজাব নতুন করে অপূর্ণ যা কিছু...


তুমি চলে গেলে, সব ফেলে...
না কি তুমিই প্রথম সে জন,
না জানিয়ে চলে গেলে,
নতুন পৃথিবীতে, পেতে নতুন
স্বপ্ন-সন্ধান!!!


*** বিজ্ঞানী  স্টিফেন হকিং এর জীবন জুড়ে যখন universe জিজ্ঞাসা,
তখন তাঁর স্ত্রী verse অর্থাৎ কাব্যে মগ্ন ।
তাই Universe এর সঙ্গে verse বোধকরি জড়িয়ে ওতপ্রোত ।
**প্রয়াত বিজ্ঞানীর মৃত্যুতে আমরা আজ শোকস্তব্ধ।
তাঁকে শ্রদ্ধা জানাতে আমার আজকের এই নিবেদন।