শব্দরা __
পেঁজা মেঘের মত ছিঁড়ে যায়,
দুহাত বাড়িয়ে আলিঙ্গনে
আবদ্ধ হতে চায় বৃদ্ধ সূর্যের
বলিরেখায়...
টুকরো মেঘের আড়ালে
আঠার মতো জম্পেশ হয়েই
জড়িয়ে থাকে শূন্যতায়!
ঘন নিঃশ্বাসের গাঢ় প্রলেপ
দমবন্ধ আদ্রতা খান খান
করতে অক্ষম!


শব্দরা __
স্থির হয়ে যায় বিচ্ছিন্ন ভাবে
হিম কঠিন আস্তরনে!
সূর্যকে স্পর্শ করে না!