শীত বুঝি দূয়ারে....
ঝরা পাতার পদশব্দে রিক্ততার ছোঁয়া।
ধোঁয়া ওঠা নিঃশ্বাসের আমেজ নেই এখনও।
হেমন্তের কাটা ধান শুয়ে তবু হলুদ মাঠে ।
এখনও কাশফুল কোথাও কোথাও,
শরতের রেশ রেখে ।
এভাবেই ঋতুচক্র বেঁচে থাকে
হাতে হাত রেখে।


'যাই' বলেও যাওয়া হয় না,
আজও বেলা শেষে.....
পিছুটানে মন হারায়...
এখনও বুঝি কিছু বাকি, লেনদেনের।


'যেতে নাহি দিব...' বলে,
এখনও সে পথ আটকায়....
এ কি মায়া ডোর!!!
ছিন্ন করার সাধ্য আছে কার?
'মায়া' কে উর্ধ্বে রেখে সুখ খোঁজা মিছেই ।
বেঁধেছো যে মায়ার বাঁধনে,
অজান্তে আনমনে।
কোথা যাবে???


প্রেম যে সার্বজনীন,
প্রকৃতির অমোঘ নিঃশ্বাসে,
ফিরে পাওয়ার সবুজ বিশ্বাসে ।