পাঁচ কান


        (১)
দুশো ছয়ের প্রকোষ্ঠে,
বাঁধা আছো আষ্টেপৃষ্ঠে!


         (২)
রথে আর পথে বেশ বোঝাপড়া।
মিছে টানাটানি, আত্মা খুঁটিগাড়া।


         (৩)
দেশের ভাবনা যত,
মাউথ পিসেই রত!


         (৪)
দূরত্ব মেনে আকর্ষণ!
কাল বোঝে না মাঝির মন।


          (৫)
খনিতে আছে হীরে,
খাঁচা তবু হা-ঘরে!!