(১)
মালা যত হল বাসি,
হাসি হ'ল ভাঙা কাঁসি।
চাহনিতে বিষ ঢালা,
কান মাথা  ঝালাপালা।


        (২)
সিঁড়ি ভাঙা অঙ্ক,
জমা রাখা টঙ্ক।
ভাঙা হাটে সস্তা,
চাল দুই বস্তা।


         (৩)
আনমনে মন খোঁজে,
স্বপ্নটা খুব বোঝে।
লাট্টুটা যত ঘোরে,
লেত্তিটা কেঁদে মরে।


        (৪)
কান রেখো খোলামেলা।
হাসি হোক দিলখোলা।
ঘরে বউ দেয় জ্বালা।
পড়শিটা হুট খোলা!


        (৫)
হাটে হাঁড়ি ভাঙলে,
মাথাটা যায় কাটা।
সুখ মাগে কাঙালে,
কপালটা যার ফাটা।