প্রথম...
একটাই শব্দ সাথে__
__কান্না!
শব্দ সংখ্যা বাড়তে বাড়তে
মোহ...
শুরু হয় মায়ার সংসার!
আসে দ্বিতীয় শব্দ, হাসি!
সাথে নিয়ে দেয়ালা...


জমজমাট খেলাঘরে
নিকোনো মায়ার প্রলেপ!
চকচকে রাংতার মোড়কে
থরে থরে সাজানো সম্পর্ক...
কোনোটা বুড়িছোঁয়া,কোনোটা খুঁটি।
উপহারের প্রলোভন!এড়ানো মুশকিল।
মায়ার বন্ধন!!
তৃতীয় শব্দ তাই উল্লাস!


ফুল যতক্ষণ টাটকা,
ততক্ষণ সুবাস ছড়ায়...
তারপরও কিছুদিন ফুলদানির পরে!
তবুও চুক্তিপত্রে ভাড়াটের
নির্দিষ্ট খেলাঘরের মেয়াদ ফুরোয়।
চৌকাঠের বাইরে আর এক পা...


ফিরতেই হবে সূচনায়,
আবার এক মায়ায়...
বিদায় খেলাঘর...
বিদায় অপেক্ষার প্লাটফর্ম!!
সবুজ হলো আলো!
ফেরার গাড়ি আগত প্রায়।
চতুর্থ এবং শেষ শব্দ...
নিঃশব্দে!!!!