(১)
দিবা নিশি প্রাণ পাতে,
ফল পাও হাতে হাতে॥


(২)
অসময়ে মনটা রাঙে!
বেনো জলে ঘর ভাঙে!


(৩)
গণতন্ত্রের চড়ক তলায়,
জোট-নটে ছাগল মুড়ায়!


(৪)
শিকড় যত গভীরে যায়,
ইতিহাস শাখায় শাখায়!


(৫)
ভুঁয়ে পড়লে টাপুর টুপুর,
মুক্তি পায় তপ্ত দুপুর ॥