ইচ্ছে করে
তোমাকে একটু স্পর্শ করি!
মন বলে __
এ ছোঁয়ায় কার শূন্যতা ভরো!
আপন খাঁচার খোঁজ পড়ে তখন।
সান্ত্বনা ভরা ভবন
যার যার নিজের আয়ত্তে...
এ যেন ছিদ্রভরা ঘেরাটোপ!!!
রোদ মাখানো সবুজ  আপনমনে।
তোমার আমার নজরে
তার কী আসে যায়!
খাঁচাঘরে রোদ ভরে, সাধ্য কার!
ফোকর গলে ঠিক পালায়
আপন খেয়াল খেলায় ।