কাকের ঘরে
কোকিল ছানা,
মহাসুখেই
দিন কাটায়।
বাচ্চা কাকটা
সঙ্গী  তার।
জাতে তাদের
কি আসে যায়!
কাক মাতার
আদর নিয়ে
বাড়ছে তারা
কাক-বাসায়।


কোকিল ছানা,
একটু বড়
যেই না হলো,
কোথায় যেন
কুহুর  ডাক
শুনতে পেল।
স্বজন খোঁজে
কোকিল ছানা
উড়ান দিল।


জগৎ মাঝে
এই  নিয়ম
চিরকালীন।
কর্মে তবু
অটল কাক,
নয় সে হীন!
তাই তো তার
আঁখির জলে
ডানা মুছেই,
পরের ছেলে
পালন করে
মুখ বুজেই!