যাচ্ছি বহু দূর রেলের পথ ধরে, হেমন্তের পাকা ধানের সোনালী গন্ধ মেখে।
কোথাও কাটা ধান জড়ো করা ইতস্ততঃ।
কোথাও ধান খয়েরি জমিতে সাদা বক এক ঝাঁক।
ওপরে উড়ন্ত শালিক চড়ুই কাক।
দিগন্তে তাল নারকেল গাছেরা হাত ধরাধরি করি,
মাথায় মাথায় ঠোকাঠুকি, সারি সারি।
অচেনা অজানা ভাষার স্টেশনের নাম
একে একে পেরোয় জনমানব শূন্যতায়।
নিস্তব্ধ নিশ্চুপ সবুজ কোথাও কোথাও।
মনে করায় সবের মাঝে আমি একাকিনী।
আর ট্রেনের বাতায়নে পলকহীন দু চোখ,
পাড়ি দেয় স্বপ্নমোহ আশ্বাসের লোক।