প্রতীক্ষার পর প্রত্যাশা।
শরতের পর শীত....
হেমন্তের পাখি হারিয়ে গেছে অনেকদিন।
হয়তো অনেক বছর
হয়ত অনেক যুগ।
হেমন্তের পাখি খুঁজি
এখানে ওখানে অন্য কোনখানে।
প্রতীক্ষা দীর্ঘ থেকে দীর্ঘতর
প্রত্যাশা খর্ব থেকে খর্বতর।
বারান্দার সামনের বড় গাছটার পাতা
ঝিলিমিলিয়ে ওঠে,
হালকা শীতের হাওয়ায়।
পাতার কাঁপুনিতে প্রত্যাশা।
পাখিটা উড়ে এসে বসল
ঝিলিমিলোনো পাতার ফাঁকে, গাছের ডালে।
ওটা কি হেমন্তের পাখি?
থর থর বুকে, ঠোঁট উঁচু করে_
প্রতীক্ষা করতে থাকে
প্রত্যাশা অপূর্ণ রেখে।
উষ্ণ বুকে হাহাকার_
শীতের চাদরে ঢাকা একমুঠো রঙিন স্বপ্ন।
ঝিলমিল পাতাগুলো ঝরে যাবে
একটা একটা করে।
সবকটা।
ন্যাড়া গাছটায় পাখি বসবে,
শীতের, বসন্তের।
থর থর বুকে, ঠোঁট উঁচু করে
একই ভাবে একলা।
কচি সবুজ পাতারা আসবে।
হয়ত বসন্ত আসবে।
তবু প্রতীক্ষার শেষ নেই।
প্রতীক্ষার পর প্রত্যাশা।
প্রতীক্ষা দীর্ঘ থেকে দীর্ঘতর
প্রত্যাশা খর্ব থেকে খর্বতর।
হেমন্তের পাখি
তুমি কোথায়?