সাদা ক্যানভাসটা ইজেলে ঝোলানো
পবিত্রতা নিয়ে।
কোনো রং স্পর্শ করেনি এখনও।
শেষ বিকেলের দীর্ঘ ছায়া ফেলে ঘোলাটে সূর্য
সবুজটা শুষে নিলো।
শেষ বারের মতো আকাশ
রঙিন হয়ে উঠল।
তারপর ডুবে গেল কলঙ্ক কালোয়।
তবু একফোঁটা টলটলে শিশির বুকে জড়িয়ে
দূর্বা জেগে ছিল সারাটা রাত।
কার প্রতীক্ষায়!
তখন অনেক রং নিয়ে সূর্য এল
ছবি আঁকবে বলে
আসন্ন সকালের।
একমুঠো মাটির গন্ধ ছুঁয়ে
দূর্বা কাঁদল কিছুক্ষণ।
তার কোল খালি করে শিশির বিন্দুকে
চুরি করে নিয়ে গেছে
ভোরের উষ্ণতা।
ক্যানভাসটা সাদাই রয়ে গেল
পবিত্রতা নিয়ে।।