একটা জলাশয়ে
প্রতিচ্ছবি দেখেছিলাম
বহু দিন আগে।
তখন মন ছিল নবীন
আঁট সাঁট।
খিল খিল করে
হেসে উঠেছিলাম।
দেখেছিলাম জলকে হাসতে
আমারই মতো,
যেন চঞ্চল বালিকা।
এখন দূর থেকে দেখি
জল হয়েছে মলিন।
কেমন স্তব্ধ , বিরক্ত যেন।
আমি আর প্রতিচ্ছবি
দেখতে যাই না।
ভয় পাই।।