আকাশের শেষ সীমানায়
যেখানে ঘন অমা
নিবিড় থেকে নিবিড়তর,
যেখানে নগ্ন বাতাস উদাসী আনমনা,
সেখানে আব্রুহীনা একলা আমি
কান্নার জলে ছায়া দেখি
সৃষ্টি সুখের_!
সেখানে প্রদীপের পোড়া সলতে
আমার উষ্ণ ঠোঁটের ঘর্ষণে
জ্বলতে গিয়ে কেঁপে নিভে যায়।
সারি সারি দেবদারু পাতায় তখন
নিস্তব্ধ হিল্লোল,
বিহগের একটানা কুজনে
জাগে না মৈথুন।
অনুভব করি আমার ধূসর- দৃষ্টি।
ক্লান্ত ক্লিন্ন তনু
মৌনতার শীর্ণ হাত ধরে পাড়ি দেয়
নির্জন তিমিরে।
অভিশপ্ত কচ-সম পিছু হটি
নিবিড় কালিমায়_!
কম্পিত হাত তুলে বলি_
তথাস্তু (!) ।।